- নিজস্ব প্রতিবেদক:
সরকারি মুজিব কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আব্বাস আলী তালুকদারের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ওসি মাকছুদুল আলম, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী বালাম, বেলাল খান, পূজা ও প্রেমা গান পরিবেশন করেন।