- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে ইউএনও মৌসুমী সরকার রাখী উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।