নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মোসলেম আবু শফী’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সখীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সখীপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল গফুর সভাপতিত্ব করেন।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, নিউজ টাঙ্গাইল সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি, জুয়েল রানা, অর্থসম্পাদক নজরুল ইসলাম নাহিদ, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, সাংবাদিক মোসলেম আবু শফী সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাত ১০টায় সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ মারা যান।