নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক সাইফুল ইসলাম সানি’র জন্মদিন পালন করা হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে কেক কেটে সাংবাদিক সাইফুল ইসলাম সানিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বর্তমানে তিনি দৈনিক আজকের পত্রিকার সখীপুর প্রতিনিধি ও পাঠকপ্রিয় সাপ্তাহিক সখীপুর বার্তার প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক বাংলাদেশের খবর, মানবজমিন, আমাদের সময়, আমাদের অর্থনীতি, ইংরেজি দৈনিক আওয়ার টাইম পত্রিকায় কাজ করেছেন।
১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন একুশে-২১ তাদের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করে। এর আগে প্রেসক্লাব কার্যালয়ে সখীপুর বার্তা পরিবার ও সখীপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও সাংবাদিক সাইফুল ইসলাম সানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, একুশে-২১ এর সভাপতি আরজু আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আলীম মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
–এসবি ডেস্ক