নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাজ্জাত হোসেনের নিজ বাসায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই ওয়ার্ডের ১৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজের ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক রায়হান রাসেল জানান, করোনা ভাইরাসের কারণে অনেক পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। তাদের সহযোগিতায় আমাদের পরিবারের পক্ষ থেকে এ ক্ষুদ্র চেষ্টা। সমাজের সকলেই সামর্থ অনুযায়ী এগিয়ে এলে স্থানীয়ভাবেই যেকোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে বিশ্বাস করি।
-এসবি/সানি