নিজস্ব প্রতিবেদক: সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন সখীপুরের দুই সাংবাদিক। এরা হলেন- সাপ্তাহিক সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার ও অনলাইন নিউজ পোর্টাল লাল মাটির কণ্ঠের সম্পাদক ইকবাল গফুর। আজ ৩ জুলাই বিকেল ৩টায় ঢাকার ফার্মগেট খামারবাড়ি গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে ‘বাঙালী কৃষ্টি ও সংস্কৃতি ফোরাম’ বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুই সাংবাদিকের হাতে সম্মাননা স্বারক তুলে দিবে। শাকিল আনোয়ার বর্তমানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের সখীপুর প্রতিনিধি ও সখীপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ইকবাল গফুর সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন এবং প্রথম আলোর সখীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। একযোগে সখীপুরের এ দুই সাংবাদিকের সম্মাননা প্রাপ্তিতে সখীপুর প্রেসক্লাব, সখীপুর বার্তা ও লাল মাটির কণ্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিস্তারিত আসছে…
এসবি/সানি