নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর কমিটির আহ্বায়ক মামুন তালুকদারের (৩০) আকস্মিক মৃত্যুর পর সেই নেতার বাড়িতে গেলেন বীরকন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী। রবিবার সকালে তিনি দলীয় নেতাকর্মী নিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় মামুনের পরিবারকে সমবেদনা জানাতে আসেন। এদিকে দলের একনিষ্ঠ কর্মী মামুন তালুকদারের আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। ব্যরিস্টার কুঁড়ি সিদ্দিকী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে মামুনের মা ও স্ত্রীকে জড়িয়ে ধরে তিনি নিজেও কান্নায় আপ্লুত হোন। মামুনের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করে তার পরিবারকে আর্থিক সহয়তা করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ বীর প্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আজাদী রহমান আলীম, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার, গজারিয়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শামীম আল মামুন, যুব আন্দোলন নেতা সাগর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গতশনিবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার একটি ব্রয়লার মুরগির খামার থেকে পৌর যুব আন্দোলনের আহ্বায়ক মামুন তালুকদারের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই ওয়ার্ডের ঈমান আলী তালুকদারের ছেলে।