সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুব আন্দোলন নেতা রুবেল আহমেদ (৪৫) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৫ জুন সুদূর সৌদি আরবে তিনি করোনা পজেটিভ হয়ে মারা যান। নিহত রুবেল উপজেলার বহেড়াতৈল গ্রামের সামছুল আলমের ছেলে। আজ বুধবার বিকেলে যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন নবী সোহেল সখীপুর বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের সখীপুর উপজেলা কমিটির সদস্য ছিলেন রুবেল আহমেদ। তাঁর অকাল মৃত্যুতে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন নবী সোহেল বলেন, নিহত রুবেল সৌদি আরব প্রবাসী ছিলেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর লাশ দেশে আনার সম্ভাবনা নেই। তাঁর মৃত্যুতে সখীপুর উপজেলা যুব আন্দোলনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

-এসবি/সানি