- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় স্বপরিবারে পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন। গত শুক্রবার রাত আটটায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক (র) বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তাঁর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক তামান্না মহসিন মৌ ও তার একমাত্র ছেলে আরিয়ান অনুপম। আগামী এপ্রিল মাসের ৮ তারিখে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দেশে ফেরার কথা রয়েছে বলে তারঁ ব্যক্তিগত সহকারি আসাদুজ্জামান লিটন সখীপুর বার্তাকে জানিয়েছেন।