সাইফুল ইসলাম সানি:
রাতের অন্ধকারে ঢাকা-সখীপুর সড়কে প্রায়ই মৃত্যুদূত হয়ে দাড়িয়ে থাকে বাঁশ ভর্তি ট্রাক!
উপরের ছবিটি আজ বুধবার রাতে সখীপুর থেকে ফেরার সময় প্রতিমা বংকী গ্যাসফিল্ড ও ফায়ার সার্ভিসের মধ্যবর্তী স্থান থেকে তুলেছি। কয়েকমাস আগে গ্রামীণ ব্যাংকের কাছে পুলিশ চেক পোস্টের সামনে এভাবেই বাঁশ ভর্তি একটি ট্রাক দাড়িয়ে ছিলো। পেছন থেকে অপর একটি ট্রাক এসে বাঁশের মধ্যে ধাক্কা দেয়। সুচালো বাঁশগুলো ট্রাকের গ্লাস ভেদ করে ড্রাইভারের বুক ছিন্নভিন্ন করে দেয়। অনেকেই নিহত ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি করেছে। আসলে ঘুমিয়ে গাড়ি চালানো যায় কি-না জানিনা। সম্ভবত ঘটনাস্থলে ট্রাক মালিকদের বসানো চেকপোস্টের লোকজন বাঁশ ভর্তি ট্রাক চালককে বাঁচাতে এমন কথার অবতারণা করেছিলেন। আসলে রাতের অন্ধকারে কোনো প্রকার আলো ছাড়া সুচালো বাঁশ ভর্তি ট্রাক রাস্তার পাশে পার্ক করে রাখা কতটা যৌক্তিক? এমন প্রশ্ন ওই ট্রাক মালিক, ড্রাইভার ও পাঠকের কাছেই রইলো।
কয়েক মাস পরই শীত আসছে। বিকেল শেষে ধীরে ধীরে শহরের বুকে ধূসর কুয়াশার আস্তরণ নেমে আসবে। কুয়াশাচ্ছন্ন ওইসব রাতে সড়কগুলো যেনো নিরাপদ থাকে এমন প্রত্যাশা রইলো প্রশাসন, প্রতি রাতে দায়িত্বরত পুলিশ, ট্রাক মালিক, ড্রাইভার, বাঁশ ব্যবসায়ী ও সড়কে চলাচলকারী সকলের প্রতি। নিরাপদ হোক সকলের পথচলা…
-লেখক: সাংবাদিক, দৈনিক বাংলাদেশের খবর