নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুব আন্দোলন নেতা দিদারুল ইসলামকে (৩৭) দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাদের সিদ্দিকী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিদারুলকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ নেন। আহত দিদারুল উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি এবং কালিয়ান গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত সোমবার সকাল ১০টায় দিদারুল মোটরসাইকেল ক্রয়ের পাওনা টাকা পরিশোধ করতে বাড়ি থেকে বের হন। কালিয়ান দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী বাবুল মিয়া ও তাঁর ছেলে হোসেন আলী অতর্কিত দিদারুলের ওপর হামলা চালান। এ সময় মার ধরে দিদারুল গুরুতর আহত হন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন দিদারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দিদারুলের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে দিদারুলের ভাই আবদুর রহমান বাদী হয়ে বাবলু ও তাঁর ছেলে হোসেন আলীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খবর পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মঙ্গলবার সকালে দিদারুলের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন মুকুল, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আসলাম সিকদার নোভেল, আবু জাহিদ রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
–বার্তা ডেস্ক