নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ‘মায়ের দোয়া’ বেকারি কারখানা মালিক একাব্বর হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ জরিমানার আদেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, খাদ্যে রঙ মিশিয়ে এবং বিএসটিআই -এর অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করে আসছিল। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বেকারি পণ্য তৈরি করায় ওই বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।