ইসমাইল হোসেন :সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. দেলোয়ার হোসেন। শরির চর্চা শিক্ষক খলিলুর রহমানের পরিচালনায় বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয়, স্বর্ণা আক্তার, শাহাদত হোসেন, ইয়াসমিন, রিতা আক্তার প্রমূখ। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হুমায়ন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ইউপি সদস্য আ. সামাদ সরকারসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হামিদপুর জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান।