নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় জাপান ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ওই প্রবাসীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন।
জানা যায়, ওই প্রবাসী গত কয়েকদিন আগে জাপান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। পরে সোমবার সকালে ওই প্রবাসী তার পরিবার নিয়ে সখীপুর শশুর বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মানায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ কোয়ারেন্টাইন না মানায় ওই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।