33.3 C
Dhaka
Friday, June 13, 2025

সখীপুরে এসএসসি-২০০০ ব্যাচের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধু তোরা আসবি সবে, অতীত...

সখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক নিষিদ্ধ হচ্ছে

বিশ্ব১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক নিষিদ্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সের ছেলে-মেয়েরা ফেসবুক, টিকটক, এক্সসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সুযোগ হারাচ্ছে।

শিগগিরই এ সংক্রান্ত আইন পাস করবে দেশটি। আগামী সপ্তাহে প্রস্তাবটি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উত্থাপন করা হবে। এর পরপরই বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে এক প্রতিবেদেন জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

অস্ট্রেলিয়ার সরকার বলছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের নিষিদ্ধ করতে আইন করতে যাচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, অস্ট্রেলিয়ান শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো এই আইনের উদ্দেশ্য। এটি মা এবং বাবাদের জন্য… তারা, আমার মতো, অনলাইনে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

প্রতিবেদন বলছে, সামাজিক যোগাযোগ নিয়ে এই আইনের বিষয়ে এখনো অনেক বিতর্ক আছে। তবে সরকার জানিয়েছে, ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তরুণ-তরুণীদের জন্য নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হবে না।

আইনটি পাস হওয়ার ১২ মাস পর কার্যকর হবে এবং এটি কার্যকর হওয়ার পরও পর্যালোচনার সুযোগ রাখা হবে। কিছু বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা করেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles