

মোজাম্মেল হক সজল: সখীপুরে বনাঞ্চল ঘেঁষা অবৈধ সাতটি করাতকল উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা বন সংরক্ষক কর্মকর্তা। গতকাল সোমবার দিনব্যাপি উপজেলার বহেড়াতৈলের বিটের কাকড়াজান, হতেয়ার বংশী নগর, পাথরঘাটা এলাকা থেকে এসব করাতকল উচ্ছেদ করা হয়। টাঙ্গাইল জেলা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সাজ্জাদুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ, বিট কর্মকর্তা মো. আলাল খান, আলা উদ্দিনসহ অন্যান্য বিট কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করাতকলগুলো হলো উপজেলার মহানন্দপুর এলাকার সাদিক হোসেন ও সেলিম মিয়া, দিঘীরচালার হানিফ মিয়া ও শমসের আলী, হতেয়া বংশী নগর এলাকার ছাত্তার মিয়া, তক্তার চালা এলাকার আলাল উদ্দিন ও পাথরঘাটার মিজানুর রহমানের।

