সাইফুল ইসলাম সানি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আপনার জন্যে লাকি (সৌভাগ্যপূর্ণ) তারিখ হচ্ছে আট। কারণ ৮ আগস্ট আপনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তেমনি আপনার লক্ষ্য যেনো থাকে আগামী ৮ ডিসেম্বরই বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। সৌভাগ্যপূর্ণ তারিখ ৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের আয়োজন করে সকল অগণতান্ত্রিক অপশক্তির মুখে আপনি ছাই ঢেলে দিবেন বলে আমরা বিশ্বাস করি। গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

ভাইস চেয়ারম্যান আযম খান বলেন, স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদ কালো পাহাড়ের মত চেপে বসেছিল। যে কারণে গত ১৭ বছর আমরা ইফতার মাহফিলসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে পারি নাই। পুরো ১৭ বছর ছিল বাংলাদেশে এক অন্ধকার যুগের অধ্যায়। ৫ আগস্ট আমরা ওই কালো অধ্যায় থেকে মুক্তি পেয়েছি।
ড. ইউনূসকে উদ্দেশ করে অ্যাডভোকেট আযম খান আরও বলেন, বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। কারণ গত ২০১৪, ১৮ ও ২৪ সালে বাংলাদেশে কেউ মুক্তভাবে ভোট দিতে পারেনি। ফ্যাসিস্টদের দোসরেরা জাতিকে বিভ্রান্ত করতে এখনও নানাভাবে পায়তারা করছে। প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণার পর সরকারের ভেতরে ও বাইরে একটি মহল নতুন করে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি আপনি ওই ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেন না।
ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।