নিজস্ব প্রতিবেদকঃ টানা ভারি বর্ষণে সখীপুর পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে। ২০ থেকে ২৫ টি ইট সিলিংয়ের রাস্তা, ১০থেকে ১২টি কার্পেটিং (পাকা রাস্তা) রাস্তা, ৪০থেকে ৫০টি কাঁচা রাস্তা ও ৩টি ড্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১০-১২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

সরেজমিনে জানা যায়, পৌরসভার কাঁচাবাজার সড়ক ও এতিমখানা সড়কসহ বেশ কয়েকটি সড়ক তলিয়ে আশপাশের প্রায় ২০০ দোকানে পানি উঠে চাল, ডাল, আটা ও সারের বস্তাসহ বিভিন্ন ধরনের মূল্যবান পণ্য মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়া সখীপুরের বেশিরভাগ গ্রামে গতকাল বিকাল থেকে বিদ্যুৎ নেই।
জনি ট্রেডাসের ২শ বস্তা সার এবং সৈকত এন্টারপ্রাইজের বিপুল পরিমান সিমেন্ট নষ্ট হয়ে গেছে।
কাঁচাবাজার সড়কে মুদি দোকান ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, তার অনেকগুলো চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা পানির নিচে পড়ে আছে। তিনি জানিয়েছেন এতে কমপক্ষে ৩ লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৈকত মিয়া জানান, আমার দোকানের পানি উঠে বিপুল পরিমান সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানিয়েছেন এসব সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ার মূল কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা। তারা বলেন, স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হলেই এসব রাস্তা তলিয়ে যায়। কারণ পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। সব পানি আটকে থাকে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমন পথচারীরাও পড়ছেন চরম ভোগান্তিতে।
সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টানা বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তের তালিকা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। অন্যদিকে আমাদের লোকজন পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করছে।