নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার তিনবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে সভাপতি এবং নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পৌরসভা সমিতি ঢাকা বিভাগ আঞ্চলিক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় ঢাকা বিভাগীয় আঞ্চলিক সমিতির সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নির্বাহী সভাপতি হাজী আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান ইয়াদ নতুন সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা আবু হানি আজাদ টাঙ্গাইল জেলা পৌরসভা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। বাংলাদেশ পৌরসভা সমিতি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত করায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
