ইসমাইল হোসেন :

আগামী ১৩ এপ্রিল শনিবার (সম্ভাব তারিখ) সখীপুর উপজেলার কাকড়াজন ইউনিয়নের ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪০ বছরপূর্তি উপলক্ষে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মহাপুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। স্কুল ক্যাম্পাসেই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে অধিকাংশ প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্কুল মাঠে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্মিলনী উপলক্ষে ওইদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হবে। নিবন্ধিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ HTTPS://MOBILE.FACEBOOK.COM/GROUPS/833027813724912?REFID=18&REF=OPERA_SPEED_DIAL&FT=QID.6663464679216443972%3AMF_STORY_KEY.833042483723445%3ATOP_LEVEL_POST_ID.833042483723445%3ATL_OBJID.833042483723445%3ACONTENT_OWNER_ID_NEW.1641532383%3ASRC.22%3ASTORY_LOCATION.6&TN=C-R ভিজিট করতে পারেন। পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী সকল প্রাক্তন শিক্ষার্থীকে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ : সুয়াইব মনির:-০১৭১৬১৯৫২৮৯ উল্লেখ্য, রেজিস্ট্রেশনের চলবে আগামী ১০-৩১ মার্চ পর্যন্ত।



