18 C
Dhaka
Tuesday, January 13, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং ফ্যান ক্লাবের যাত্রা শুরু

জাতীয়ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং ফ্যান ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে এই প্রথম ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ফ্যান ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার হোয়াইট হাউজ হোটেলে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আইআরআইবি ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন ক্লাবের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঢাকার বিশেষ প্রতিনিধি আবদুর রহমান খান, সিনিয়র নিউজ এডিটর সিরাজুল ইসলাম এবং চেঞ্জ মেকারের প্রধান নির্বাহী তানবীর সিদ্দিকী কাজল।

রেডিও তেহরানের দক্ষিণপূর্ব এশিয়া ও ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ অঞ্চলের মনিটর আবু তাহের ও ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, প্রবাহ অনলাইন ডটকমের প্রধান সম্পাদক ও বেতার সংগঠক মোহাম্মাদ আবদুল্লাহ, ভয়েস অব ডিএক্সিংয়ের অ্যাডমিন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, ফ্রেন্ডস ডিএক্সিংয়ের সভাপতি সোহেল রানা হৃদয়, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি আতাউর রহমান রঞ্জু, দিঘী বেতার শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফনি, ব্রাদারহুড রেডিও ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন রিজু, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এম. জামাল আহমেদ সুবর্ণ, ন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের খন্দকার এরফান আলী বিপ্লব, উৎস ডিএক্স কর্নারের সভাপতি এইচ এম তারেক, অনলাইন ডিএক্স ক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
এছাড়াও বেতার শ্রোতা সোহেল আহমেদ, শাহীন রেজা মণ্ডল, হাওয়া বেগম, রায়হান মোর্শেদ, গোলাম মর্তুজা এবং সোহাগ পারভেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বর্নাঢ্য এ আয়োজনে রেডিও তেহরান বাংলা’র প্রচারিত অনুষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে প্রায় সব আলোচকই প্রতি বছর শ্রোতা সম্মেলন করা, শ্রোতা নিবন্ধনসহ শ্রোতা ক্লাব নিবন্ধন, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, শ্রোতা পরিবারের কোন বিশেষ যোগ্যতা বা সাফল্য অর্জনকারীদের উৎসাহব্যঞ্জক স্বীকৃতির সনদ প্রদান, নিয়মিত কিউএসএল কার্ডসহ বেতার কর্তৃক প্রদেয় প্রমোশনাল ম্যাটেরিয়াল এবং সেই সাথে সম্প্রচারিত অনুষ্ঠানগুলি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপডেট করা এবং ওয়েব পেইজের আর্কাইভকে সমৃদ্ধ করার জন্য পেইজ নাম্বার ব্যবহার করার প্রস্তাব করেন। নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাবটি পরিচালনার জন্য প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে প্রত্যেক জেলায় কমিটি গঠনের দাবি জানান।
রেডিও তেহরানের শর্টওয়েভের শ্রবণমান নিম্নমুখী হওয়ায় এফএমে সম্প্রচার করার জন্য বক্তারা বিশেষ প্রস্তাব দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles