নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর-বাসাইলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সখীপুর “সম্মিলিত নাগরিক মঞ্চ” সংবর্ধনা দিয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় বেশ কয়েকটি তোরণ নির্মাণ ছাড়াও পুরো উপজেলা পরিষদ মাঠ বাহারি আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছলে লাল গালিচা বিছিয়ে সংবর্ধেয় অতিথিকে মঞ্চে আনা হয়। এসময় বরেণ্য সঙ্গীতের মাধ্যমে ফুল ছিটিয়ে বরেণ্য অতিথিকে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়। পবিত্র কুরআন তিলাওয়ত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সম্মিলিত নাগরিক মঞ্চসহ উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম।
সম্মিলিত নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রফেসর আলীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালপুর-ভূয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), সম্মিলিত নাগরিক মঞ্চের সভাপতি ও পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানের শেষ পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, দেশ বরেণ্য শিল্পী মমতাজ বেগম গান পরিবেশন করে হাজার হাজার দর্শক মাতিয়ে রাখেন।
