নিজস্ব প্রতিবেদক: সখীপুরের বড়বাইদপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মধ্যে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিতরণসহ ইফতার মাহফিলের আয়োজন করে। আজ শুক্রবার কাকড়াজান ইউনিয়নের বড়বাইদপাড়া স্কুল মাঠে ইফতারের পূর্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সহসভাপতি গোলাম কিবরিয়া বাদল, জেলা পরিষদের সদস্য আনোয়ার তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ ছবুর রেজা, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাদিকুল ইসলাম তালুকদার এবং রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় ৪০ জনকে নারী শাড়ি, ২০ জন পুরুষকে লুঙ্গি, সেমাই, চিনি বিতরণসহ ছয়শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। আয়োজক কমিটির সদস্য ফরিদ হাসান বলেন, এ এলাকার প্রবাসী ভাইদের আর্থিক সহযোগীতায় প্রতি বছরের মত এ বছরও শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।