কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন কর্মী সখীপুরের রাসেলের মৃত্যু

0
193

নাছিরুল ইসলামঃ সখীপুরের বাজাইল উত্তর পাড়া গ্রামের শারীফুল ইসলাম রাসেল(৩২) নামের এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০ টায় কর্মস্থল কালিয়াকৈর হতে তক্তার চালা আসার পথে গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর নামক স্থানে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। দুর্ঘটনার পর তাকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সামিহা (৭) নামের এক মেয়ের জনক এবং তার স্ত্রী গর্ভবতী। তিনি ওয়ালটন কোম্পানিতে কাস্টমার সার্ভিস মেনেজমেন্টের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।