নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডের (সখীপুর) সদস্য পদে চমক দেখিয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার তালুকদার। তিনি কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। দুইজন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে ১২০ ভোটের মধ্যে ৪৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল হাই তালুকদার পেয়েছেন ৪২ ভোট এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান পেয়েছেন ৩১ ভোট। প্রিজাইডিং অফিসার সামিউল বাছির ফলাফল ঘোষণা করেন। আবদুল হাই তালুকদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের ভাগ্নে ও সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের চাচা। আর কামরুল হাসান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মামাত ভাই। এই দুইজন নির্বাচন করায় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচনে এই দুইজন প্রার্থীকে নিয়ে মাঠে নামেন দুই পক্ষের শীর্ষ নেতারা। নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে নেতা কর্মীদের নির্দেশ দেন। কর্মী- সমর্থক রাও ভোটারদের মন জয় করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামেন। অন্যদিকে আনোয়ার তালুকদার এই দুই বলয়ের বাইরে নীরবে ভোটারদের মন জয় করতে চেষ্টা করেন। একা একা প্রচারণা চালিয়ে যান। কেউ বুঝে ওঠার আগেই ভোটারদের মন জয় করে নেন। দুই পক্ষের চাপাচাপিতে ভোটারাও নীরবে তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা অনেক ইঙ্গিতও দিয়েছেন।
