নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আহব্বান জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ উপলক্ষে জেলা প্রশাসক ৬ দফা সম্বলিত একটি হ্যান্ডবিল ১২টি উপজেলা জুড়ে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যান্ডবিলের মাধ্যমে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণ করতে আহ্বান জানান। আত্মশুদ্ধির এ মাসে অনৈতিক উপায়ে অধিক মুনাফা অর্জনের পথ পরিহার করার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান। পাইকারি ও খুচরা দোকানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার পাশাপাশি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করতে মজুতদারদের প্রতি নির্দেশনা দেন।
নির্দেশনা গুলো হল ঃ হোটেল ও রেস্তোরাঁ গুলোতে পচা ও বাসি খাবার সরবরাহ থেকে বিরত থাকতে হবে। শাকসবজি ফল, মাছ সহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিন মিশানো থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান। পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ভিজিলেস টিম বা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।