নিজস্ব প্রতিবেদকঃ

বিশিষ্ট আইনজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। আজ বাদ আছর বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।