নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির উদ্যোগে ৩ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সখীপুর সরকারি পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বিপ্লব সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবর রহমান বাদল। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, সখীপুর থানা অফিসার্স ইনচার্জ এ.কে. সাইদুল হক ভূঁইয়া, পি.এম.পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে.বি.এম খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির সহ-সভাপতি মোশারফ হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত, সম্মানিত পরিষদের সদস্য আব্দুর রহিম দিপু, জুয়েল আল মামুন, আমিনুল ইসলাম আমীর, দেওয়ান শওকত ওসমান, মাসুদুল করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


