অনলাইন ডেস্কঃ বর্তমানে সারা বাংলাদেশে তীব্র দাবদাহ এবং তাপ প্রবাহ বিরাজ করছে। যার ফলে পুকুরের পানি গরম হয়ে যাচ্ছে। হঠাৎ করেই পুকুরের সব মাছ বা অধিকাংশ মাছ মারা যাচ্ছে। এই ভয়াবহ ক্ষতি মোকাবেলার জন্য নিম্ন বর্ণিত নির্দেশনা সমূহ প্রদান করা হলোঃ
১. দুপুরের পর থেকে পুকুরে পাম্পের মাধ্যমে পানি দেয়া শুরু করুন।
২. মাছের ধকল (stress) রোধের জন্য বিকাল নাগাদ ভিটামিন সি (৫-১০ মিলি/শতাংশ) প্রয়োগ করুন।
৩. খাদ্য প্রয়োগের হার বা মাত্রা কমিয়ে দিন।
৪. ভোরবেলা পুকুরে এয়ারেটর চালিয়ে দিন অথবা ডিজেল পাম্পের সাহায্যে পানিতে এয়ারেশন তৈরি করুন।
৫. প্রয়োজনে মাছের মজুদ ঘনত্ব কমিয়ে দিন।
৬. সার্বক্ষণিক পুকুরে মাছের গতিবিধি/মুভমেন্ট নজরদারি করুন।
