নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের (সখীপুর-বাসাইল) আসনের বাসাইল উপজেলার অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ। বৃহস্পতিবার সকালে বাসাইল উপজেলার শহীদ মিনার মাঠে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. মোসলেম উদ্দিন, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, মো.সাইফুল ইসলাম, মো. জাকির হোসেন, বাসাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, আমার ব্যক্তি উদ্যোগে বাসাইল উপজেলার অসহায় মানুষের মধ্যে পাঁচ শতাধিক কম্বল ও সোয়েটার বিতরণ করেছি।


