নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার অবিভক্তি কালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আগামি ১৭ জুলাই নবগঠিত বড়চওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান প্রায় ২শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন। গতকাল রোববার বিকেলে শোভাযাত্রাটি নিয়ে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। এ সময় উপস্থিতি ছিলেন সাধারণ জনগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিজান মেম্বার বলেন , আপনাদের ভোটে আমি গত নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম। সফল ভাবে দায়িত্ব পালন করেছি। আমি আপনাদের সাথে নিয়ে ওয়ার্ডের উন্নয়নের কাজ করেছি। কিছু কাজ বাকী রয়েছে। আগামি ১৭ জুলাই জনগণের ভোটে মেম্বার হতে পারলে আবারও আমার আন্তরিক ইচ্ছা, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে উন্নয়নের মাধ্যমে নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড কে সুন্দর দৃষ্টিনন্দন একটি মডেল ওয়ার্ডে রুপান্তর করবো।
