নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কেন্দ্রীয় পৌর কর্মচারী ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা আইডিইবি হল রুমে ত্রি-বার্ষিকী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকলের সমর্থনে দাগনভুঞা পৌরসভার মিজানুর রহমানকে সভাপতি ও সখীপুর পৌরসভার হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন ম্যাব এর নির্বাহী সভাপতি ও সাভার পৌরসভার মেয়র এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গনি। সম্মেলনে একেএম নুরুজ্জামান সভাপতিত্ব করেন। এ সময় ওই সংগঠনের সাবেক ও দেশের ৩২৮ পৌরসভার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নব নির্বাচিত ওই সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আমাকে কেন্দ্রীয় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে পৌর কর্মচারীদের দাবি আদায়ে কাজ করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
