নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইউসিসিএ লি: -এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা প্রদানের জন্য ২০১৬-১৭ অর্থ বছর থেকে দেশে এ প্রতিযোগিতা শুরু হয়। তিনি এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে ধন্যবাদ জানান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
–এসবি/ডেস্ক