31.3 C
Dhaka
Thursday, October 9, 2025

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

এ যেন সত্যিকারের আসমানী

জাহিদ হাসান: আসমানীরে দেখতে যদি তোমরা সবে...

বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প

Uncategorizedবৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প

অনলাইন ডেস্কঃ

জর্জিয়ায় নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলায় আগামী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিকযোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় সোমবার তিনি লিখেছেন, বৃহস্পতিবার জেলা অ্যাটর্নি ফানি উইলিস তাঁকে গ্রেপ্তার করতে পারেন।

ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন। তাঁকে একজন ‘রেডিক্যাল বাম’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জর্জিয়ার মামলায় ট্রাম্পসহ আরও ১৮ জন আত্মসমর্পণ করার জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় পাবেন।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে আরও বলেন, আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একজোট হয়ে কাজ করছেন ফানি উইলিস।

ট্রাম্প অভিযোগ করে বলেন, তাঁর বিরুদ্ধে এসব বানোয়াট মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তিনি যেন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যেতে না পারেন।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালত গত সপ্তাহে ট্রাম্পসহ ১৮জনকে অভিযুক্ত করেন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

এর আগে গত জুনে ফ্লোরিডায় শ্রেণীবদ্ধ নথির ভুল ব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। গত মার্চে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন সাবেক পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। তিনি ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ করেন।

এদিকে গত রোববার ট্রাম্প বলেন, তিনি আসন্ন নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না। ট্রুথ সোশ্যালে দেওয়া অপর এক পোস্টে তিনি বলেন, মানুষ জানে প্রেসিডেন্ট হিসাবে তিনি কতটা সফল। তাই বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই তাঁর।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles