নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন তালুকদার।
বিনা প্রতিদ্বন্দিতায় ভোটারদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসকক্ষে উপজেলা একাডেমিক অফিসার ও নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার মিল্টন এ ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি আনোয়ার তালুকদার বলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য। এ বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।
