-কবি: শাহরিয়ার সজীব

১৫,২১ ঝড়িয়েছে রক্ত
পিতা, আমি শেখ মুজিবের ভক্ত
চেয়েছিলো শুন্য হাতে আনবে দেশ
জাতি করলো তোমায় নিরুদ্দেশ।
কামাল জামাল রাসেল শিশু
বুলেট মানেনি অবুঝ কিছু
রাসেল যাবে মায়ের কাছে
পাঠালি তোরা নক্ষত্রের কাছে।
পাক বাহিনী রক্তচুষা
রাসেল ছিলো অবুঝ খোকা
জাতীর পিতার নিথর দেহ
পরে রইলো মেঝের উপর।
হায়না শিয়াল নেকড়ের হানা
জাতি হারালো জাতির পিতা
বিচার হয় না স্তব্ধ জাতি
জিয়ার আশায় পুরষ্কৃত খুনি।
ফারুক রসিদ বজলু হুদা
বিচার হয়নি পালাইয়ে ওরা
হে জাতির পিতা,
তুমি ছিলে বিশ্বনেতা।