নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও বাসস্থানের স্থায়ী বন্দোবস্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নলুয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অবহেলিত মুক্তিযোদ্ধাদের বসতভিটা থেকে উচ্ছেদ বন্ধ করা ও ভূমি অধিকার আইন প্রণয়নেরও দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্ষুদ্র, সংখ্যালঘু, বৃহত্তর জাতির ৭১—এর অবহেলিত মুক্তিযোদ্ধাদের সংগ্রামী পরিষদ ও বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলের দেড় শতাধিক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনও স্বীকৃতি পাননি। এদের মধ্যে কেউ কেউ স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরে শেষ বেলায় ভিক্ষা করে জীবন চালিয়েও মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া অশ্বনি চন্দ্র রায় (কোচ) নামের একজনের কোমরে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ১২ বছর পঙ্গু অবস্থায় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার কথাও উল্লেখ করেন তিনি। তাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধ সনদ গেজেট অন্তর্ভুক্তি ও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের স্বীকৃতি পাননি। সংবাদ সম্মেলনে এসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।
এ ছাড়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঝেমধ্যেই এই অঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িঘর ভাঙচুর করছে বলেও অভিযোগ করা হয়। এ কারণে দীর্ঘদিনের বসতভিটা থেকে উচ্ছেদ বন্ধ করে ভূমি অধিকার আইন প্রণয়নে সরকারের প্রতি দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মো. আবুল কাশেম, নুরুল ইসলাম, শামসুল হক, মুক্তিযোদ্ধা স্বীকৃতি দাবিদার জাহানারা পারভীন প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কোচ আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি