নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক এড. আহম্মেদ আযম খান বলেছেন, শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসলে দশ টাকা কেজি চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকুরি দিবে। কোথায় গেলো সেই কথা? দেশে দ্রব্যমুল্যের যে পরিমান দাম বেড়েছে এতে এ দেশে মানুষের কষ্টের সীমা নেই। শেখ হাসিনা তাঁর দেওয়া একটা কথাও রক্ষা করেনি। জনগনের সাথে প্রতারণা করেছে। বার বার মানুষকে ঠকিয়েছে। তাদের হাত থেকে গণতন্ত্র পুনররুদ্ধার না হলে এদেশের জনগণ শান্তিতে থাকবে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আযম খান এসব কথা বলেন।
আযম খান বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে। কিন্তু আওয়ামীলীগ আমাদের বিএনপি ও এদেশের জনগণকে ভয় পায়। আর এজন্যেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয় না। নির্বাচন দিলে সারাদেশে ৩০০ আসনের মধ্যে ৩০টি আসনও পাবে না।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায় বলেই মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। মামলাগুলো যে ষড়যন্ত্র মূলক তা কিন্তু এ দেশের জনগণ বুঝে গেছে। এ সময় গুম, খুন আর মামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
মিছিলটি পৌর শহরের রুপা মার্কেট থেকে শুরু হয়ে মুজিব কলেজ মোড়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সমাবেশে পৌর বিএনপি’র আহবায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. ফরহাদ ইকবাল, হাসিনুজ্জামান শাহিন, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার খান, বাসাইল উপজেলা বিএনপি’র আহবায়ক এনামুল কবীর অটল, সখীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা অংশ নেয়।
এ দিকে বিক্ষোভ শেষে ফেরার পথে আওয়ামীলীগের বিরুদ্ধে আযম খানের উপর হামলার অভিযোগ করেছেন। তবে হামলার ঘটনাটি আওয়ামীলীগ অস্বীকার করেছেন।