31.1 C
Dhaka
Sunday, August 10, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরের আনারকলি খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করল প্রশাসন

সখীপুরসখীপুরের আনারকলি খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার আনারকলি খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করল প্রশাসন। খেলার মাঠ দখল মুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুর মোর্শেদ।

জানা যায়, আনারকলি মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে গত সাড়ে ৪মাস আগে ক্ষুদ্র কুটিশীল্প নামে একটি মেলা পরিচালিত হয়। এতে ওই এলাকার একমাত্র খেলার মাঠটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন খেলার মাঠটি বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বারবার চেষ্টা করেও দখলমুক্ত করতে ব্যার্থ হন। অবশেষে দীর্ঘ সাড়ে ৪ মাস পর উপজেলা প্রশাসনের সহযোগীতায় খেলার মাঠটি অবৈধ দখল মুক্ত করা হয়। এর আগে গত ১৫ জুলাই খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করে আনারকলি যুব সংঘ ও এলাকাবাসী। সখীপুর-কালিদাস সড়কের পৌর এলাকার আনারকলি মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়।

আনারকলি যুব সংঘের সভাপতি বাদশা মিয়া জানান, খেলার মাঠ অবৈধ দখল মুক্ত হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। এই এলাকার এটি একমাত্র খেলার মাঠ। মাঠটি দখল হবার কারনে অনেক দিন খেলাধুলা বঞ্চিত ছিলো। ফলে শিশুদের মেধা বিকাশ বাঁধা গ্রস্থ হয়। আমরা অনেক চেষ্টা করে সেটি দখল মুক্ত করতে পারিনি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ তারা খেলার মাঠটি দখল মুক্ত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন আনারকলি মাঠ দখল মুক্ত করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles