নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনার সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত হয়েছে। সারা দেশে ১’শ পৌরসভায় এই কো-কম্পোস্ট প্ল্যান বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে রবিবার সখীপুর পৌরসভা চত্বরে কো-কম্পোস্ট প্ল্যান্টের ৮ম বর্ষে পদার্পণ দিবসে সখীপুর পৌরসভা এক অনুষ্ঠানের আয়োজন করে। অনষ্ঠান উদ্ধোধন করেন টাঙ্গাইলের জেলা প্রসশক ড. মো. আতাউল গনি। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন পলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আকম সিরাজুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, চর্যাপদ গবের্ষক প্রফেসর আলীম মাহমুদ প্রমুখ। এ সময় সখীপুর কো-কম্পোস্ট প্ল্যান্টের সঙ্গে সম্পৃক্ত ২৫জন কৃষক ও ৩৫ জন স্বাস্থ্য সুরক্ষাকর্মীকে পুরুস্কৃত করা হয়।

বক্তারা বলেন, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত হয়েছে। তাই সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সারা দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ১০৫টি পৌরসভায় কো-কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কো-কম্পোস্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।