19 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরের ঘোনারচালা বাজার বণিক সমিতির নির্বাচন, মোসলেম সভাপতি আনোয়ার সম্পাদক

সখীপুরসখীপুরের ঘোনারচালা বাজার বণিক সমিতির নির্বাচন, মোসলেম সভাপতি আনোয়ার সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী পরিষদের ৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৬টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোষাধ্যক্ষ, সাংগঠনিক এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৩৯ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সভাপতি পদে তিনজনসহ বিভিন্ন পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মোসলেম উদ্দিন ভেন্ডার ছাতা প্রতীকে ১২৮ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আনোয়ার হোসেন চাকা প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সহসভাপতি পদে আকবর হোসেন, সহসাধারণ সম্পাদ পদে বিল্লাল হোসেন তালুকদার, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান এবং দপ্তর সম্পাদক পদে আবদুল লতিফ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন তালুকদার এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহীন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles