23.7 C
Dhaka
Wednesday, January 7, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরের বীর মুক্তিযোদ্ধা লোকমান কমান্ডারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়সখীপুরের বীর মুক্তিযোদ্ধা লোকমান কমান্ডারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ১ নং কোম্পানি কমান্ডার, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী আলহাজ্ব লোকমান হোসেন কমান্ডারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়াামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (১৬ জুলাই) স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গঠনে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার অনন্য অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহকর্মী,গুণগ্রাহী শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, এক শোক বৃবিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদকারীদের অন্যতম বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন কমান্ডার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃবিতিতে তিনি মরহুম বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন কমান্ডার-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহকর্মী,গুণগ্রাহী শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন শুক্রবার (১৬ জুলাই) তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
তিনি ব্যক্তি ও কর্মজীবনে অত্যন্তসৎ, বিনয়ী ও পরোপকারী ছিলেন। তিনি পারিবারিক জীবনে তার সহধর্মিণী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কমান্ডার একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, তাঁর মত প্রকৃত মুক্তিযোদ্ধাদের কারণেই বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী, প্রতিবাদ করতে গিয়ে ৭৫ থেকে ৭৯ সাল পর্যন্ত কারা নির্যাতিত হয়েছেন। তি‌নি আরও জানান, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মু‌ক্তি‌যোদ্ধা লোকমান হোসেন কমান্ডারের মৃত্যুর সংবাদ আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক ব‌্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া‌কে অবগত ক‌রলে তিনিই প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের‌ এম‌পির নজ‌রে আ‌নেন। প‌রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মু‌ক্তিযু‌দ্ধে অসামান‌্য অবদা‌নে প্রয়াত লোকমান কমান্ডা‌রের মৃত‌্যু‌তে শোকবার্তা পাঠান।

সখীপুর উপজেলার বেতুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন মুক্তিযোদ্ধা লোকমান কমান্ডার। শুক্রবার জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles