নিজস্ব প্রতিবেদকঃ

সখীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিভিন্ন গ্রামের শতাধিক অসহায়-দুস্থ, এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন।
ওই সংগঠনের সভাপতি আরিফ রাজু বলেন, গ্রামের শিক্ষিত যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছি। সংগঠনের পক্ষ থেকে আমরা সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকি।
এসময় স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক, বাজার বনিক সমিতির সভাপতি শামছুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুকিবসহ সংগঠনটির উপদেষ্টামন্ডলী এবং স্থানীয় মুরব্বিগণ উপস্থিত ছিলেন।