নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী নিশ্চিত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আ’লীগ মনোনীত এ চারজন প্রার্থী হচ্ছেন- ৫নং হাতীবান্ধা ইউনিয়নে রনি আহমেদ, ৬নং কালিয়া ইউনিয়নে দেলোয়ার হোসেন সাথী, ৯নং হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও গিয়াসউদ্দিন, ১০ নং বড়চওনা ইউনিয়নে ইউসুফ আলী ভুইয়া। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঢাকা-১৭ আসনসহ স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীও বাছাই করা হয়। এর আগে ওই ৪ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেতে ক্ষমতাসীন দলের ফরম তুলেছিলেন মোট ২৮ জন।
