নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা প্রশাসন চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবহন শ্রমিকদের মধ্যে চাউল বিতরণ করেছে। সোমবার সকালে বড়চওনা বাজারে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ৯২ জন শ্রমিককে ১৫ কেজি করে চাউল দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ আলম, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সখীপুর শাখার সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও চিত্রা শিকারী বলেন, লকডাউনে কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের জন্য সরকার ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা শ্রমিকদের জন্য সেই ত্রাণ পৌঁছে দিচ্ছি।
