নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ নারীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চতল বাইদ করটিয়া পাড়া গ্রামের কালু মিয়ার স্ত্রী নুরজাহান বেগমকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, শহীদ পাশা, কেন্দ্রিয় কমিটির সভাপতি তারেক কিবরিয়া সজীব, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যাদবপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা খায়রুল ইসলাম সুজন, বহুরিয়া ইউনিয়ন শাখার ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি তারেক কিবরিয়া সজিব বলেন, বৃদ্ধা মহিলাটি শারীরিক ভাবে খুবই অসুস্থ। তাকে চিকিৎসা করার সামর্থ্য পরিবারের নেই। তাই সামান্য অর্থ দিয়ে হলেও ওই মহিলার পাশে থাকার চেষ্টা করেছি। এছাড়া সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশন একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। এর কাজ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। এ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে নগদ ২৫ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে। আগামীতে যেন এ ধারা অব্যাহত থাকে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


