20 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে আইএসবি ফাউন্ডেশন কর্তৃক অক্সিজেন জেনারেটর বিতরণ

সখীপুরসখীপুরে আইএসবি ফাউন্ডেশন কর্তৃক অক্সিজেন জেনারেটর বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতায় সারাদেশে যখন অক্সিজেনের হাহাকার, তখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার উপহার হিসেবে “অক্সিজেন জেনারেটর” পৌঁছে দিলো আই এস বি ফাউন্ডেশন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এই অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হয়। এর বাজার মূল্য ৫০-৫৫ হাজার টাকা । এই অক্সিজেন জেনারেটর ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহ করতে পারে। এটি মূলত প্রাকৃতিক বাতাসকে পরিশোধনের মাধ্যমে অক্সিজেন তৈরী করে ধারণ করতে পারে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারে। মঙ্গলবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইএসবি ফাউন্ডেশনের সদস্যরা অক্সিজেন জেনারেটর হস্তান্তর করেন।

অক্সিজেন জেনারেটর হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. আবদুস সোবহান, জুনিয়র কনসালট্যান্ট ডা. শাহীনুর আলম, ডা. নাজমুল হাসান মাসুদ খান (আর,এম,ও), সখীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ,ডাঃ মাসুদ রানা, ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. ফারদীন রোবায়েৎ, ডা. আজিমউদ্দিন আশিক,এসএসিএমও মো. ফরিদ হোসাইন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সখীপুর প্রতিনিধি সিরাজুস সালেকীন।

অইএসবি ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব, ডা. সাকের আহমেদ, ডা. মুশফিকুর রহমান প্রিতম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাইমুল হাসান লিটন উপস্থিত ছিলেন।

আইএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবিএম হাবিবুল্লাহ বিপ্লব বলেন, করোনাকালীন সময়ে সমাজের নিম্মশ্রেণীর জনসাধারণদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইএসবি ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন জেনারেটর হস্তান্তর করেছি। আমরা আইএসবি ফাউন্ডেশনের পক্ষ থেকে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংগঠনের প্রতিটি সদস্য সম্পৃক্ত হয়েছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles