নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ৮২ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে ও ৮৩ সনের বন বিভাগের ষড়যন্ত্রমূলক সংশোধিত অধ্যাদেশ বাতিল করে এস-এ রেকর্ডকৃত জমির খাজনা পুনরায় নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সখীপুর-গোপিনপুর সড়কের মহানন্দপুর বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বণিক সমিতি, ওয়ার্ড আওয়ামীলীগ ও জনসাধারণ আলাদা আলাদা ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধ শামসুল হক মাষ্টারের সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গনি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুল হাসান, দিলরুবা আমিনা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাছের, বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলামসহ পাঁচ শতাধিক মানুষ ভূমি জটিলতা নিরসনের দাবিতে এ মানববন্ধনে অংশ নেয়। বক্তারা তাদের বক্তব্যে আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবি জানান।
