নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে গুড নেইবারস্ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, হাসিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

