নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আব্দুল কাদের বিএসসি স্মৃতি ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে “অবদান” নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানে সভাপতিত্বে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত কাদের বিএসসির ছোট ভাই ব্যবসায়ী খোকন মিয়া, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইনছান আলী, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আব্দুল মালেক ওরফে শুকুর মেলিটারি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাকিল আনোয়ার বলেন, মাদকমুক্ত সমাজ গড়াতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিতে হবে। সুস্থভাবে বাচঁতে চাইলে যুবসমাজকে খেলাধুলায় অংশ নিতে হবে। তাই খেলাধুলার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় “অবদান” কে তিনি ধন্যবাদ জানান। উদ্বোধনী খেলায় তৈলধারা দলকে গোবরচাকা দল পরাজিত করে।

